সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ০৬টি স্কুলের মধ্যে অন্যতম। দূরশিক্ষণের মাধ্যমে মানবিক, সামাজিক বিজ্ঞান ও ভাষার ক্ষেত্রে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে এ স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এ স্কুলে রয়েছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম। আনুষ্ঠানিক প্রোগ্রামের মধ্যে রয়েছে স্নাতকোত্তর পর্যায়ে ০৬টি বিষয়: বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। ০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পর্যায়ে রয়েছে ০৭টি বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, আইন। ০৩ বছর মেয়াদি ডিগ্রি পর্যায়ে রয়েছে বিএ, বিএসএস ও BELT (Bachelor in English Language Teaching) প্রোগ্রাম। এছাড়াও স্কুলে ছয় মাস মেয়াদি তিনটি সার্টিফিকেট প্রোগ্রাম রয়েছে : ১. CELP (Certificate in English Language Proficiency) প্রোগ্রাম, ২. CALP (Certificate in Arabic Language Proficiency) প্রোগ্রাম এবং ৩. CPCL (Certificate in Preliminary Chinese Language) প্রোগ্রাম। এ স্কুলের অধীনে তিনটি অনানুষ্ঠানিক প্রোগ্রাম রয়েছে: ১. ধর্ম, নৈতিকতা ও উন্নয়ন; ২. ইতিহাস ও ঐতিহ্য; ৩. কর্মক্ষেত্রে নারী। অনানুষ্ঠানিক প্রোগ্রামগুলো মূলত রেডিও-টিভিতে প্রচারিত হয়। জনসচেতনতা বৃদ্ধি এ প্রোগ্রামগুলোর মূল লক্ষ্য।
বহিঃবাংলাদেশ (নিশ-২) প্রোগ্রাম : সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল ২০১৯ সালে বহিঃবাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের আওতায় সর্বপ্রথম দক্ষিণ কোরিয়ায় বিএ এবং বিএসএস প্রোগ্রাম চালু করে। পরবর্তীতে ২০২৩ সালে সৌদি আরব, কাতার ও কুয়েতে বিএ এবং বিএসএস প্রোগ্রাম চালু করে।
বিএ এবং বিএসএস (Bachelor of Arts and Bachelor of Social Science Programme [BA and BSS]) : বিএ এবং বিএসএস প্রোগ্রামটি ৬০ ক্রেডিট বিশিষ্ট একটি প্রোগ্রাম। কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো শিক্ষার্থী এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এ প্রোগ্রামটি ২০টি কোর্সে বিভক্ত এবং ৬টি সেমিস্টার বিশিষ্ট। প্রতি সিমেস্টারের মেয়াদ ৬ মাস। এ প্রোগ্রাম সর্বনিম্ন তিন শিক্ষাবর্ষ এবং সর্বোচ্চ ছয় শিক্ষাবর্ষে সম্পন্ন করা যায়।
সেমিস্টারের মেয়াদ | ০৬ মাস |
স্টাডি সেশন | ০৪ মাস |
কোর্সের সংখ্যা | ২০ টি |
ক্রেডিট | ৬০ (প্রতি কোর্স ৩ ক্রেডিট বিশিষ্ট) |
মেয়াদ | ৩ বছর |
সর্বোচ্চ মেয়াদ | ৬ শিক্ষাবর্ষ |