স্কুলের পরিচিতি ও কর্মপরিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ০৬টি একাডেমিক স্কুলের (অনুষদ) মধ্যে ওপেন স্কুল অন্যতম। প্রোগ্রাম, শিক্ষক ও শিক্ষার্থী বিবেচনায় এটি বাউবি’র অন্যতম বৃহত্তম স্কুল। ১৯৯৫ সালে এসএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ওপেন স্কুল তার একাডেমিক কার্যক্রম শুরু করে। তৃণমূলে শিক্ষাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ওপেন স্কুল বাউবিকে দেশব্যাপী পরিচিত এবং বিস্তৃত করার ক্ষেত্রে মুখ্য ভ‚মিকা পালন করেছে। সশস্ত্র বাহিনী এবং প্রবাসী ‘রেমিটেন্স-যোদ্ধা’দের জন্য বিশেষায়িত প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে ওপেন স্কুল দেশ-বিদেশে বাউবি’র ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক ভ‚মিকা পালন করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরে প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে ওপেন স্কুল বাউবিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
ওপেন স্কুলের চলমান প্রোগ্রামসমূহ:
* এসএসসি
* এসএসসি (নিশ-১; বাংলাদেশ নৌবাহিনীর সাথে পরিচালিত)
* এসএসসি (নিশ-২; বহির্বাংলাদেশ প্রোগ্রাম; কাতার এবং সৌদি আরবে পরিচালিত)
* এইচএসসি
* এইচএসসি (নিশ-১; সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে পরিচালিত)
* এইচএসসি (নিশ-২; বহির্বাংলাদেশ প্রোগ্রাম; দক্ষিণ কোরিয়া, কাতার এবং সৌদি আরবে পরিচালিত)
* বিবিএ (বাংলা) এবং বিবিএস
* এমবিএ (বাংলা)
* মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস
নিশ-২ ওপেন স্কুলের বহিঃবাংলাদেশ প্রোগ্রাম
দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রচুর শ্রমিক কাজ করে। এদের অনেকে দক্ষ, আবার অনেকে অদক্ষ। এদের দক্ষতা বাড়ানোর জন্য গত দু’বছর আগে ২০২০ সালে বাউবি’র ওপেন স্কুল প্রথমে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত নন-রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি)-দের জন্য এইচএসসি প্রোগ্রাম চালু করেছে। এরপর চলতি বছর অর্থাৎ ২০২১ সালে সৌদি আরব এবং কাতারে এসএসসি এবং এইচএসসি এর জন্য নিশ-২ প্রোগ্রাম চালু করা হয়েছে।