লক্ষ্য ও উদ্দেশ্য : বিদেশে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কাজের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বহিঃবাংলাদেশ নিশ-২ প্রোগ্রাম চালু করে। বাউবি আইনের চেতনাকে ধারণ করে দারিদ্র্যমুক্ত, যুগোপযোগী ও অধিকতর দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির লক্ষ্যে 1. বিদেশে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীকে দেশীয় শিক্ষার সুযোগ প্রদান করা; 2. শিক্ষার্থীর মননশীলতা, জাতীয়তাবোধ ও দেশপ্রেমের সাথে বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা; 3. আন্তর্জাতিক পরিমন্ডলের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা; এবং 4. বিদেশে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার পথ সুগম ও সুপ্রশস্ত করা।