International Academic Program Wing

Message from the Vice Chancellor

প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা গ্রহণ সম্পন্ন করতে পারেনি তেমন বিশাল এক জনগোষ্ঠীকে শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে এসে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯২ সালের ২১ শে অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিষ্ঠিত হয়। আর্থিক অসচ্ছলতা সহ বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে যারা দেশের প্রচলিত ধারায় শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের জন্য বাউবি’র শিক্ষা কার্যক্রম আশীর্বাদ স্বরূপ। কারণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা প্রদান করার ফলে যেকোনো বয়সের শিক্ষা বঞ্চিত অথবা কর্মজীবী শিক্ষার্থীরাও শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়। এখানে যেমন শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থেকে সরাসরি শিক্ষা গ্রহণের সুযোগ পায় তেমন অনলাইনে প্রযুক্তির ব্যবহার করেও শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহযোগিতার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে থাকে। এখানে রয়েছে BOUTube, WEB Radio, WEB TV, e-Book, Mobile apps সহ পূর্ণাঙ্গ মিডিয়া সেন্টার। ফলে বাউবির শিক্ষা কার্যক্রম দেশেই সীমাবদ্ধ থাকেনি, সময়ের সাথে এর আলোর দীপ্তি ছড়িয়ে পড়েছে বিদেশেও। তারই ধারাবাহিকতায় বিদেশে বসবাসকারী বাংলাদেশীদেরও শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করেছে বাউবি।

২০১৯ সালে বিদেশে অবস্থানরত বাংলাদেশী অভিবাসীদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় “ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং” গঠন করে, যার উদ্দেশ্য শিক্ষিত ও অধিকতর দক্ষ মানব সম্পদ তৈরি করা। এই লক্ষ্য অর্জনের নিমিত্তে নিশ-২ নামে বহিঃবাংলাদেশ প্রোগ্রামের আওতায় পৃথিবীর নানা দেশে শিক্ষা কার্যক্রম চালু করে। বর্তমানে এই উইং এর দাপ্তরিক কার্যক্রম উপাচার্যের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের আয়ের ভূমিকা অপরিসীম। যেসব প্রবাসী ভাই ও বোনেরা কঠোর পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতির ভীত তৈরি করছে তাদের অধিকতর দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাউবি বিশ্বের বিভিন্ন দেশে এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম শুরু করে। সর্বপ্রথম ২০১৯ সালের মার্চে দক্ষিণ কোরিয়ায় এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামের ভর্তি কার্যক্রম চালু করা হয় এবং পর্যায়ক্রমে সৌদি আরব ও কাতারেও এসএসসি, এইচএসসি প্রোগ্রামের ভর্তি কার্যক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতায় সৌদি আরব ও কাতারে ২০২৩-এ বিএ/বিএসএস প্রোগ্রামের ভর্তি কার্যক্রম চালু হতে যাচ্ছে। কুয়েতে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া সিঙ্গাপুর, নিউওয়ার্ক, জার্মানি, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত স্ব-স্ব দেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন প্রোগ্রাম চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।  

অদূর ভবিষ্যতে বিভিন্ন দেশে আরও উচ্চতর ডিগ্রী অর্থাৎ বিবিএ, এমবিএ, এলএলবি সহ মাস্টার্স প্রোগ্রাম চালু করার পরিকল্পনা রয়েছে।    

আশা করছি, প্রবাসী ভাই ও বোনেরা বিদেশে বসে বাউবি’র শিক্ষা গ্রহণের মাধ্যমে আরও দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে বাউবিসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একনিষ্ঠ কর্মী হবে এবং বঙ্গবন্ধু কন্যার ভিশন ২০৪১ বাস্তবায়নে সম্মুখ ভূমিকা রাখবে।

 

 

© 2022 Bangladesh Open University.
All Rights Reserved.