বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এইচএসসি প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব, কাতার এবং কুয়েতে কর্মরত/বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ-দূতাবাসের মাধ্যমে এইচএসসি প্রোগ্রামে ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা নিম্নরূপ:
ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্নের তারিখ :
(সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে)
প্রোগ্রামের নাম ও কোড : বহিঃবাংলাদেশ (নিশ-২) এইচএসসি প্রোগ্রাম। কোড নম্বর-১৮;
শিক্ষা প্রণালী: বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়ের অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে।
শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪ (ব্যাচ: ২০২৩)।
ভর্তির শাখা: মানবিক এবং ব্যবসায় শিক্ষা।
রেজিস্ট্রেশনের মেয়াদ: এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন ২ (দুই) বছর এবং সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি সম্পন্ন করতে পারবেন না এবং পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
ভর্তির যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব, কাতার অথবা কুয়েতের অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত এবং এসএসসি/দাখিল/ও-লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রাথমিক আবেদনের জন্য ফরম পূরণ: ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং (আইএপিডব্লিউ) এর ওয়েবসাইট (http://iapw.bou.ac.bd) থেকে আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্ম তারিখ এবং পিতা-মাতার নাম অবশ্যই এসএসসি /সমমানের সনদ অনুযায়ী হুবহু লিখতে হবে। শিক্ষার্থীর সনদপত্রের সাথে এনআইডি/পাসপোর্ট-এ উল্লিখিত তথ্যের (নাম, জন্ম তারিখ) গড়মিল পরিলক্ষিত হলে এসএসসি সনদপত্রের তথ্যকেই সঠিক বলে বিবেচনা করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: (i) এক কপি ছবি (ii) এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি (iii) পাসপোর্টের অনুলিপি (iv) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে) ।
ভর্তি প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং (আইএপিডব্লিউ) এর ওয়েবসাইটে (http://iapw.bou.ac.bd) প্রবেশ করবেন। http://iapw.bou.ac.bd Admission Apply Now ক্লিক করে আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করবেন। অনলাইনে পূরণকৃত আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট কপি এবং নির্ধারিত ভর্তি ফি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ-দূতাবাসে জমা প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
সেশন ফি :
বর্ষ | ফি’র পরিমাণ (মার্কিন ডলার) | মন্তব্য |
১ম বর্ষ | ১৫৫ ইউএস ডলার (৪র্থ বিষয়সহ ১৮০ মার্কিন ডলার) | ১ম বর্ষে ভর্তির সময় প্রথম বর্ষের নির্ধারিত ফি এবং ২য় বর্ষে ভর্তির সময় দ্বিতীয় বর্ষের নির্ধারিত ফি জমা প্রদান করতে হবে। |
২য় বর্ষ | ১৪০ ইউএস ডলার (৪র্থ বিষয়সহ ১৬৫ মার্কিন ডলার) |
জ্ঞাতব্য :
(i) সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস (প্রতি কোর্সে ২০টি) এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় ডিভাইস থাকতে হবে।
(ii) শিক্ষার্থীরা প্রধানত ই-বুক ব্যবহার করবেন। তবে IAPW-এর সাথে যোগাযোগ সাপেক্ষে কেউ ইচ্ছা করলে ব্যক্তিগত উদ্যোগে মুদ্রিত বই (বিনামূল্যে) সংগ্রহ করতে পারবেন। ই-বুকের জন্য এই লিংকে https://www.ebookbou.edu.bd/hsc.php ক্লিক করতে হবে।
(iii) ভর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করলে অথবা অন্য দেশে অভিবাসন গ্রহণ করলে (নিশ-২) এইচএসসি প্রোগ্রামে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
(iv) ওরিয়েন্টেশন ক্লাস : ০৩ মার্চ, ২০২৩ তারিখ এবং টিউটোরিয়াল ক্লাস শুরু : ১০ মার্চ ২০২৩ ।
যোগাযোগ | ||
বাংলাদেশ দূতাবাস সৌদি আরব/কাতার/কুয়েত | ডিন, ওপেন স্কুল, বাউবি ইমেইল : sabina.koly@gmail.com | ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি ইমেইল : iapw@bou.ac.bd |