International Academic Program Wing

International Academic Program Wing

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সুফলে মুজিব বর্ষকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিশন-২০৪১ এর লক্ষ্য অর্জনের জন্য বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালের ০৪ ফেব্রুয়ারি বিদেশে বাংলাদেশী অভিবাসিদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই প্রতিষ্ঠানটি একটি অনন্য উদ্যোগ গ্রহণ করে যার উদ্দেশ্য দক্ষ মানব সম্পদ তৈরি করা। এই লক্ষ্য অর্জনের নিমিত্তে নিশ-২ নামে বহিঃবাংলাদেশ প্রোগ্রামের আওতায় পৃথিবীর নানা দেশে শিক্ষা কার্যক্রম চালু করে, যা মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি শ্রদ্ধার্ঘ্য।

বিদেশে কর্মরত বাংলাদেশি অভিবাসিদের দক্ষতার উন্নয়ন করে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়ায় এইচএসসি এবং পরবর্তীতে তিন বছর মেয়াদি বিএ/বিএসএস প্রোগ্রমে শিক্ষার্থী ভর্তি করে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি সৌদি-আরব ও কাতারে বাউবি’র বহিঃবাংলাদেশ শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং আরও কিছু দেশে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বহিঃবাংলাদেশ শিক্ষা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য “ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং” প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই উইং-এর দাপ্তরিক কার্যক্রম মাননীয় উপাচার্যের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

© 2022 Bangladesh Open University . All Rights Reserved.