International Academic Program Wing

International Academic Program Wing

রেমিটেন্স যোদ্ধাদের শিক্ষায় দক্ষ করে জিডিপি বৃদ্ধি করা সম্ভব: ভিসি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচর্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা বাউবি’র মাধ্যমে শিক্ষা লাভকরে যাতে সেখানে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এবং পারিবারিক ও সামাজিক ভাবে উন্নত জীবন যাপন করতে পারে এজন্য বাউবি দেশের বাইরেও শিক্ষা প্রোগ্রাম চালু করেছে। 

এরই ধারাবাহিকতায় সৌদি আরবে প্রবাসীদের জন্য খুব শীঘ্রই বাউবি পরিচালিত বিএ/বিএসএস প্রোগাম চালু করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের বাউবি’র শিক্ষায় দক্ষ করে দেশের জিডিপি বৃদ্ধি করা সম্ভব। বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বুধবার বিকেলে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে বাউবি’র নিশ-২ প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে ভার্চুয়ালি মতবিনিময় কালে এ কথা বলেন। 

শুক্রবার বিকেলে বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দিন তুহিন স্বাক্ষরিত  এক সংবাদবিজ্ঞপ্তিতে ওইসব কথা জানানো হয়েছে। 

ভিসি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বিদেশে যাওয়ার পূর্বে যদি  প্রয়োজনীয় শর্টকোর্স বা প্রশিক্ষণ দিয়ে দেয়া যায় তাহলে তারা  সেখানে গিয়ে সমস্যায় পরবে না। সেখানে যাতে তারা টিকে থাকতে পারে সেভাবেই তাদের মানষিকভাবে তৈরি করতে হবে। বিশ^ বাজারে শ্রীলংকা, ফিলিপিন এবং  কেরালার মত দক্ষ আমাদের জনশক্তি সৃষ্টি করতে হবে। এজন্য উপযুক্ত প্রযুক্তি ও পেশাভিত্তিক কর্মবান্ধব শিক্ষা প্রোগ্রাম চালু করতে হবে। 

উপাচার্য প্রবাসে বাংলাদেশের শ্রমবাজার ধরে রাখার জন্য নীডবেইজ প্রোগ্রাম চালুর কথা উল্লেখ করেন। রেমিটেন্স যোদ্ধারা সারা দিনে কাজের ক্লান্তি এবং ব্যক্তিগত কাজ শেষে যে সময় পায় সেদিক বিবেচনা করে এনিমেটেডওয়েতে রিডিং মেটেরিয়াল থেকে ভিডিওকনটেন্ট  এর মাধ্যমে কোর্স ও মডিউল তৈরির কথা ভাবছে বাউবি। সারাদিনের কাজের শেষে একটু শুয়ে বসে ভিডিও দেখে দেখে যাতে কম সময়ে বেসিক কনসেপ্ট তৈরি করে নিতে পারে। এতে হেলদি সোসাইটি তৈরি হবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য বাউবি-কে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার কথাও উল্লেখ করেন উপাচার্য। 

মতবিনিময় কালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত ড. মো: জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন বর্তমানে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ, মক্কা, মদিনা এই চারটি শহরে বাউবি’র শিক্ষা প্রোগ্রাম চালু রয়েছে। তিনি সৌদি আরবের অন্যান্য শহরেও বাংলাদেশী প্রবাসীদের জন্য  বাউবি পরিচালিত বিএ/বিএসএস প্রোগামসহ শিক্ষা প্রোগ্রাম চালুর জন্য উপাচার্যকে অনুরোধ করেন।

© 2022 Bangladesh Open University . All Rights Reserved.